দাদীর জানাযার আগে ঋনের চাপে নাতীর আত্মহত্যা

খান আবু বকর সিদ্দীক: টঙ্গীবাড়ীতে দাদীর জানাযার আগেই ঋনের টাকার চাপে এক গাড়ির ড্রাইভার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে ১৫সেপ্টেম্বর মঙ্গলবার ভোর রাতে উপজেলার পুড়াপাড়া গ্রামের মৃত বাদশাহ ঢালীর পুত্র নাছির(২৭)বাড়ির পাশে কড়ই গাছে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে থাকে। পরিবারের লোকজন জানায় নসিরের দাদী রহিমা বেগম(৬০) সোমবার রাতে মারা যান। ওই সংবাদ পেয়ে সে ঢাকা থেকে বাড়ি আসে। এলাকাবাসি জানিয়েছে কিছু দিন আগে টঙ্গীবাড়ীর “আশা”এনজিও থেকে নাসিরের মা ২০ হাজার টাকা ঋন নেয়।

এছাড়া ঢাকায় তার আরো ঋন রয়েছে বলে ওই এলাকার মোস্তফা শেখ জানান। হয়তো ঋনের চাপেই সে মৃত্যুর পথ বেছে নিয়েছেন। গত ২ বছরে একই বাড়ির নাসিরের মামাত ভাই ও খালাত বোন আলামিন(২২)ও রুবিনা (১৮) বিভিন্ন কারণে আত্মহত্যা করেছেন বলে জানান নাসিরের মামা ছালাম দেওয়ান। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

Leave a Reply