মুন্সীগঞ্জে আজ বুধবার আয়কর মেলা শুরু হচ্ছে। শহরের জেলা শিল্পকলা একাডেমির এই মেলা চলবে দু’দিন ধরে। মেলায় আয়কর রিটার্ণ গ্রহণ, আয়কর রিটার্ণ পূরণ সর্ম্পকে পরামর্শ নতুন করদাতাগণের ই-টিআইএন রেজিস্ট্রেশন সম্পাদন, পুরাতন করদাতাগণের ই-টিআইএন রি-রেজিস্ট্রেশন সম্পাদন, সঞ্চয়পত্র সংক্রান্ত পরামর্শ, মহিলা, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের পৃথক কাউন্টার এবং করদাতাগণ মেলায় স্থাপিত সোনালী ব্যাংকের বুথে আয়কর জমার সুবিধা থাকছে।
এছাড়া করদাতাগণকে রিটার্ণ পূরণে সহায়তা জন্য মেলায় আয়কর কর্মকর্তা পরিচালিত হেল্প ডেক্স থাকছে। “সুখী স্বদেশ গড়তে ভাই, আয়করের বিকল্প নাই” শ্লোগানে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনাসভা এবং সর্বোচ্চ ও দীর্ঘ সময় ধরে কর প্রদানকারীদের পুরস্কৃত করা হবে। মেলার উদ্বোধন করবেন অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি।
জনকন্ঠ
Leave a Reply