আন্দোলনের প্রস্তুতি নিতে হবে – আব্দুল হাই

মো.হোসনে হাসানুল কবির: জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার ও সমবায় বিষয়ক সম্পাদক মো. আব্দুল হাই বলেছেন, পরীক্ষিতদের সামনের কাতারে আনতে হবে এবং আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।

বুধবার দুপুরে মুক্তারপুরের ফেরিঘাট এলাকায় দলীয় কার্যালয়ে সদর উপজেলা বিএনপি আয়োজিত সদর উপজেলা বিএনপির কমিটির পুনর্গঠন সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোতা মুন্সীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে রাখেন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ হাবিবুর রহমান চেয়ারম্যান, মহাকালী ইউপির চেয়ারম্যান সোনা মিয়া বেপারী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, বিএনপি নেতা ডা. কামাল পাশা, আয়াত আলী দেওয়ান, শফিকুল ইসলাম শওকত, আবুল মাদবর, এডভোকেট মো. হালিম হোসেন, শামসুল হক সরকার, জালাল মোল্লা প্রমুখ।

ব্রেকিংনিউজ

Leave a Reply