মোহাম্মদ সেলিম: আদারিয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ফারাজানা আক্তার বাল্য বিয়ের শিকার হলেন। ১১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে কনের পিতা মোক্তার হোসেন ফারজানাকে বরের হাতে তুলেন দেন। এই বিয়ে খুব গোপনে সম্পন্ন করা হয়। বাল্য বিয়ের কারণে এলাকার অনেকেই মেয়ের পক্ষ থেকে দাওয়াত পায়নি বলে খবর পাওয়া গেছে।
গত রমজান মাসে ফারজানার কাবিন হয় বলে খবর চাউর হচ্ছে। ফারজানারা স্কুল কমিটির সদস্য রিপন সর্দারের বউ হাসি বেগমের বাড়িতে ভাড়া থাকতো। কাবিনের পর ফারজানারা এ বাড়ি থেকে সরকারপাড়ার ঈদগায়ের পাশের বাড়িতে চলে যায়।
তৃতীয় শ্রেণির ছাত্রীর ১৮ বছরের জন্ম সনদ কিভাবে তৈরী হল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আর কাজি এই বিয়ে কিভাবে দিলেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। পঞ্চসারে বাল্য বিয়ের হিড়িক পড়েছে। এই বিয়ের সাথে এলাকার কাজি ও পঞ্চসার ইউনিয়ন পরিষদের কর্মকর্তা কর্মচারীরা জড়িত রয়েছে।
বিক্রমপুর সংবাদ
Leave a Reply