মুন্সীগঞ্জে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ১১ ব্যক্তি আহত হয়েছে। টঙ্গীবাড়ি ও সিরাজদিখানে এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-বেতকা রোডে যাত্রীবাহী বাস খাদে পড়ে গেলে এ সময় আহত হয়েছে ১০ যাত্রী। শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে ঢাকা-সিরাজদিখান-বেতকা সড়কের মালামত নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকাগামী একটি এসএস পরিবহনের বাস নিয়ন্ত্রন হারিয়ে বিকাল সাড়ে ৩ টার সময় মালামত নামক স্থানের খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১০ বাস যাত্রী আহত হয়। আহতদের সিরাজদিখানের ইছাপুরা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেযা হয়েছে।
সিরাজদিখানে থানার এস আই সুব্রত দেবনাথ জানান-বাসে যাত্রী কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা হতে রক্ষা পেয়েছে। তবে এর চালকরা পালিয়ে গেছে। এ ব্যাপারে সিরাজদিখান থানায়একটি মামলা প্রক্রিয়াধীন আছে।
জনকন্ঠ
Leave a Reply