ভূমিকা : মুন্সীগঞ্জের অগ্রগতিতে প্রবাসীদের ভূমিকা আরও বাড়বে

মুন্সীগঞ্জ তথা বিক্রমপুরেরর অগ্রগতিতে প্রবাসীদের ভূমিকা আরও বৃদ্ধি পাবে। স্পেনের মাদ্রিদে এক মতবিনিময়ে প্রবাসীরা এই অভিমত ব্যক্ত করেছেন। সরকারি সফরে স্পেনে থাকা মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদলের সম্মানে সেখানে অবস্থানরত বিক্রপুরের প্রবাসীরা এক মতবিনিময় সভার আয়োজন করে। স্পেনের মাদ্রিদস্থ বিক্রমপুর সমিতি আয়োজিত মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ছাড়াও অংশ নেন সফররত এলজিআরডি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জুয়েনা আজিজ, পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাব সরকার ও মুন্সীগঞ্জ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি শাহিনা আক্তার।

প্রবাসী আবু তাহের বাবুলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্পেন থেকে প্রকাশিত বাংলা পত্রিকা দেশকণ্ঠের সম্পাদক একেএম জহিরুল ইসলাম, স্পেন আওয়ামী লীগের সভাপতি মো. শাকিল খান পান্না, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন, টঙ্গীবাড়ি জনকল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি প্রবাসী মো. পিয়ার হোসেন সৌরভ, প্রবাসী মো. সেলিম, দুলাল সাফা, মো. শহিদুল, আবুল হোসেন, মামুন বারী, মো. রাজন, মো. সামসুদ্দিন, আইয়ুব আলী সোহাগ প্রমুখ।

জনকন্ঠ

Leave a Reply