সিরাজদীখানে কুকুরের কামড়ে আহত ২০

মঈনউদ্দিন সুমন: মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় কুকুরের কামড়ে কমপক্ষে ২০ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানায়, উপজেলার বালুচর ইউনিয়নের পানিয়ার চর নামারগাঁও গ্রামে আজ রোববার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত একটি কুকুর গ্রামের কমপক্ষে ২০ ব্যক্তিকে কামড়ায়।

কুকুরের কামড়ে আহত ফুলমালা বেগম (২২), সানু বেগম (৩১), সুমাইয়া (৫), আইয়ুব মিয়া (৩২) ও আমির হোসেনকে (৪০) ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুকুরের কামড়ে গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে।

এনটিভি

Leave a Reply