হাসপাতালের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ: গজারিয়ায় আটক ২

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভাটেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন গজারিয়া জেনারেল হাসপাতালের আড়ালে দেহ ব্যবসার অভিযোগে ২ জনকে আটক করেছে গজারিয়া থানা পুলিশ।

গজারিয়া থানার এসআই ইলিয়াস হোসাইন জানান, গজারিয়া জেনারেল হাসপাতালের আড়ালে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল ৫ টার দিকে উক্ত হাসপাতালে আমরা অভিযান চালাই। এ সময় হাসপাতাল সংলগ্ন আবাসিক কোয়াটারের এক কক্ষ থেকে অসামাজিক কাজে লিপ্ত এক পুরুষ ও এক মহিলাকে হাতেনাতে আটক করি। আটককৃতদের নাম জুলহাস(২৪),সেলিনা(২২)। আটকের পর তাদের বিরোদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে ডাঃঅর্জুন চক্রবর্তী আমাদের মুঠোফোনে জানান, এ ব্যাপারে আমরা আগে থেকে কিছুই জানতাম না আর আবাসিক কোয়াটারটি হাসপাতাল সংলগ্ন কিন্তু হাসপাতালের বাহিরে। তবে এ ঘটনায় জড়িতদের বিরোদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নিব।

গজারিয়া নিউজ

Leave a Reply