উদ্বোধন: গজারিয়ায় দুটি স্কুলের নতুন ভবন উদ্বোধন

সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত গজারিয়া পাইলট মডেল স্কুলের মডেল একাডেমিক ভবন ও গজারিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত নতুন দ্বিতল ভবনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুর ১ টায় মুন্সীগঞ্জ ০৩ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ভবন দুটির উদ্বোধন করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ্ খান তোতার সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সাবেক সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আলহাজ্ব মমতাজ বেগম,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবা বিলকিস,গজারিয়া ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃশফিউল্লাহ্ প্রমুখ।

বিডিলাইভ

Leave a Reply