ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ শিমুলিয়া ঘাটে

ঈদকে সামনে রেখে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গগামী মানুষের ঢল নেমেছে। পারাপারের অপেক্ষায় আছে ছোট বড় প্রায় ৫ শতাধিক যানবাহন। মঙ্গলবার সকাল থেকেই শিমুলিয়া ফেরি ঘাট এলাকায় যানবাহনের চাপ অন্যান্য দিনের চাইতে বেশি দেখা যায়। দুটি চ্যানেলের মাধ্যমে ১৬ টি ফেরি ব্যবহার করে যানবাহন পারাপার করছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বানিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, ঈদে ঘরমুখো মানুষের চাপ এখনো পরেনি। তবে অন্যান্য দিনের চাইতে আজ পারাপারের জন্য ব্যক্তিগত গাড়ীর সংখ্যা বেশি। এ রুটে চলাচলকারী ১৮ টি ফেরির মধ্যে ১৬টি ফেরি চলাচল করছে পৃথক দুটি চ্যানেল দিয়ে। এর মধ্য ৬টি চলছে পালেরচর ও ১০টি চলছে লৌহজং চ্যানেল দিয়ে। তিনি জানান, দুপুরের মধ্য এ চাপ আর থাকবেনা।

শীর্ষ নিউজ

Leave a Reply