ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ কি.মি. জুড়ে যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ৫ কি.মি. জুড়ে ঢাকা অভিমুখে যানজট দেখা দিয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভাটেরচর থেকে মেঘনা সেতু পর্যন্ত দীর্ঘ এই যানজট লাগে। মাঝে মাঝে গাড়ি চললেও তা খুবই ধীর গতিতে। যাত্রীবোঝাই বাসগুলোকে বেশ কয়েক ঘণ্টা অপেক্ষা করতে দেখা গেছে।

ভবেরচর পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, বড় ধরনের যানজট নেই। ঢাকা অভিমুখে মেঘনা সেতু পর্যন্ত কম গতিতে গাড়ি চলছে। মহাসড়কে গাড়ির প্রেসার রয়েছে।

দ্য রিপোর্ট

Leave a Reply