মো. আবদুর রশীদ শেখ জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি লাভ করে সমপ্রতি সোনালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার্স অফিস ফরিদপুর-এ যোগদান করেছেন। এর আগে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ের এমআইএস অ্যান্ড স্ট্যাটিসটিকস বিভাগে ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে প্রথম শ্রেণীতে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করে একই বছর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটি কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়ে সোনালী ব্যাংকে যোগদান করেন।
সুদীর্ঘ চাকরি জীবনে তিনি ঢাকার বিভিন্ন শাখায় শাখা ব্যবস্থাপনা, রিজিওনাল অফিস, প্রিন্সিপাল অফিস, কর্পোরেট শাখা এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দক্ষতা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে ডিএআইবিবি ডিগ্রি অর্জন করেন। এছাড়া, তিনি ব্যাংকবিষয়ক বিভিন্ন ওয়ার্কশপে এবং ঝঅঅজঈ ঋওঘঅঘঈঊ এড়াড়ৎহড়ৎং ঝুসঢ়ড়ংরঁস ড়হ ঋরহধহপরধষ ওহপষঁংরড়হ শীর্ষক আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মো. আবদুর রশীদ শেখ ১৯৫৭ সালে মুন্সীগঞ্জ জেলায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।
বিডিলাইভ
Leave a Reply