মুন্সীগঞ্জের নয় গ্রামে ঈদ-উল-আযহা উদযাপিত হচ্ছে

মুন্সীগঞ্জের নয় গ্রামে সৌদি আরবের সাথে মিল রেখে বৃহম্পতিবার ঈদ-উল-আযহা উদযাপিত হচ্ছে। গ্রামগুলো হচ্ছে- সদর উপজেলার আনন্দপুর, শিলই, নায়েবকান্দি, আধারা, মিজিকান্দি, কালিরচর, বাংলাবাজার, বাঘাইকান্দির ও কংসপুরা একাংশ।

গ্রামগুলোর জাহাগীর তরিকার প্রায় পাঁচ হাজার মানুষ কয়েক বছর ধরে সৌদি আরবের সাথে মিল রেখে এই ঈদ উদযাপন করছে।

শিলই ঈদগাঁয়ে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। একইভাবে অন্য গ্রামের অনুসারীরাও অনুরূপ ঈদ জামাত আদায় করা হয়। এই ঈদ জামাতে প্রায় কয়েক শ’ মুসল্লী অংশ নিচ্ছে। নামাজ শেষে কোলাকুলি, ঘরে ঘরে বিশেষ খাবার তৈরী, নতুন পোশাক পরিধানসহ ঈদ আনন্দে মেতে ওঠে সবাই। এই তরিকার ৭ গ্রামে প্রায় ৫ হাজার মানুষ এই ঈদ উদযাপন করছে।

ইত্তেফাক

Leave a Reply