মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে বাসচাপায় সিরাজুল ইসলাম (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কে দোগাছী বাসস্ট্যান্ডে ডি এম পরিবহনের যাত্রীবাহী বাসটি চাপা দিলে এ ঘটনা ঘটে।
নিহতের বাড়ি মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দক্ষিণ পাইকসা গ্রামে। ঘটনার পর বাসচালক পলাতক রয়েছে। বাসটি জনতা ভাঙচুর করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজুল ইসলাম রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। ডিএম পরিবহনের বাস দ্রুতগতিতে এসে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা বাসটিকে ভাঙচুর করে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীদুর রহমান জানান, বাসচাপায় নিহতের ঘটনা আমি জানি না। ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।
দ্য রিপোর্ট
Leave a Reply