মা ইলিশ শিকারের অপরাধে চাঁদপুর নৌ সীমানার মতলব উত্তর উপজেলার ষাটনল ও হাইমচরের ইশানবালা থেকে ৫ জেলেকে আটক করেছে নৌ পুলিশ।পরে এদের মধ্যে মতলব উত্তর থেকে আটক হেলাল গাজী (৩৫) ও মো. রফিকুল ইসলামকে (৪০) ২ বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মফিজুল ইসলাম এ সাজা দেন।
দণ্ডপ্রাপ্ত হেলাল গাজী মুন্সীগঞ্জ জেলার কালিচর এলাকার সওদাগর গাজীর ছেলে এবং রফিক মতল উত্তর উপজেলার ষাটনল এলাকার বাছেত বেপারির ছেলে।
এদিকে, হাইমচর উপজেলার বাহেরচর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) অভিযান চালিয়ে সন্ধ্যায় গাজীপুর চর এলাকার ফজল গাজীর ছেলে নাছিল ঢালি (৩০) ও রাজ্জাক গাজীর ছেলে হারুন গাজীকে (২৪) আটক করেন। এরআগে বিকেলে মধ্যচর এলাকার আলাউদ্দীন গাজীকে (২৮) আটক করেন হাইমচর থানার এসআই হালিম।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুল ইসলাম আটক ও সাজার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply