ছুটিতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মঈনউদ্দিন সুমন: ঈদ উপলক্ষে নানাবাড়িতে বেড়াতে এসে আজমির (৭) নামের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। আজ সোমবার মুন্সীগঞ্জ সদরের কেওয়ার-লোহারপুল গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের মাসদাইর এলাকার বাসিন্দা মো. খোরশেদের একমাত্র সন্তান আজমির। ঈদ উপলক্ষে আজমির মা-বাবার সঙ্গে নানাবাড়িতে বেড়াতে আসে। আজ সকালে কোনো একসময় নানার পুকুরঘাটে খেলার ছলে ডুবে যায় আজমির। অনেকক্ষণ তাকে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। এক ঘণ্টা খোঁজাখুঁজির পর দুপুর ১টার দিকে আজমিরকে নিথর অবস্থায় পুকুরঘাটের নিচ থেকে উদ্ধার করা হয়। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রণয় মান্না মৃত ঘোষণা করেন। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো ইউনুছ জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে।

এনটিভি

Leave a Reply