মোয়াজ্জেম হোসেন: গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপার গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় একই পরিবারের ১০ জন আহত হয়েছে।
জানা যায়, সোমবার বেলা ২টায় উপজেলার ভবেরচর ইউনিয়নের পৈক্ষারপার গ্রামে ইউসুফ আলী প্রধান (৫০) এর সাথে নৌকার বৈঠা নিয়ে প্রতিবেশী গিয়াসউদ্দিন (৪০) এর সাথে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে গিয়াউদ্দিনের আতœীয় স্বজনরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইউসুফ আলী প্রধানের উপর হামলা চালায়। এ সময় তার পরিবারের লোকজন বাধা দিলে হামলাকারীরা তাদেরকেও মারধর করে। প্রতিপক্ষের হামলায় আহত হয় ইউসুফ আলী প্রধান ও তার স্ত্রীসহ পরিবারের ১০ সদস্য। গুরুতর আহত ছয়জন ইউসুফ আলী প্রধান (৫০), হোসেন (২২), সোলাইমান (২৫), হাসান (২২), সখিনা বেগম (৪৫), সালাউদ্দিন (৪৫) গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত বাকী চার জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
গজারিয়া থানার থানার ইন্সপেক্টর তদন্ত মো:হেলাল উদ্দিন জানান, বিষয়টি আমার আমলে এসেছে তবে এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি।
বিক্রমপুর সংবাদ
Leave a Reply