নিখোঁজের দু’দিন পর জেলার নওয়াগাঁও এলাকার ধলেশ্বরী নদী থেকে শুভ (১৯) নামে এক যুবকের লাশ উদ্বার করেছে পুলিশ। মুক্তারপুর নৌ-ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইউনুছ জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
লাশটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান এসআই।
শুভ বরিশালের আদম আলীর ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় থাকতেন এবং হাজীর রোলিং মিলে কাজ করতেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নৌকাতে করে বুড়িগঙ্গা নদীতে ঘুরতে বের হলে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি।
বড় ভাই ইকবাল কালু শুভর লাশ শনাক্ত করেন।
দ্য রিপোর্ট
Leave a Reply