শ্রীনগরে শিল্পপতির রিভলবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা!

আরিফ হোসেন: শ্রীনগরে এক শিল্পপতিকে শারীরীক ভাবে লাঞ্চিত করে তার ব্যক্তিগত অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বনগাও এলাকায় লীনা গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আ: জাব্বার মিয়ার গ্রামের বাড়িতে এঘটনা ঘটে।

এঘটনায় গত মঙ্গলবার আঃ জাব্বার মিয়া বাদী হয়ে ৭ জনকে এজাহার ভূক্ত ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। তিনি এজাহারে উল্লেখ করেন তার গ্রামের বাড়ীর তৃতীয় তলায় এলাকার মসজিদের উন্নয়ন নিয়ে আলোচনা করার সময় পূর্ব শত্রুতার জেড় ধরে ওই এলাকার রুহুল আমিন, সোহাগ, আলীনূর,রাসেল, আলামিন, হারুন শেখ ও শহিদুল তাদের লোকজন নিয়ে অতর্কিতে হামলা করে তাকে শারীরীক ভাবে লাঞ্চিত করে এবং ব্যক্তিগত রিভলবারটি ছিনাইয়া নেওয়ার চেষ্টা করে।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই শফিউল্লাহ মীর্জা বলেন, তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply