মহানবী(সঃ)কে নিয়ে কুটুক্তি করায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চরবলাকীর গ্রামে এক ব্যক্তির বিরোদ্ধে প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। জানা যায় চরবলাকী গ্রামের মাহফুজ মিয়া নামে এক ব্যক্তি মহানবী (সঃ) নিয়ে কুটুক্তি করায় হেফাজতে মুসলিমীন, ওলামা পরিষদ, ছাত্র পরিষদসহ কয়েকটি ইসলামিক সংগঠনের শতাধিক ওলামায়েকেরাম, এলাকার সহস্রাধিক মুসুল্লীসহ সাধারণ মানুষ প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে। বক্তারা বলেন, কোন ইসলামিক দেশে মহানবীর বিরোদ্ধে কোন প্রকার কুটুক্তি সহ্য করা হবে না।যে কোন পরিস্থিতিতে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে দেশের ওলাময়েকেরামগণ প্রস্তুত রয়েছে।
পরে অভিযুক্ত মাহফুজ মিয়া নিজের অপরাধ স্বীকার করলে, মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তাকে তওবা পড়ানো হয়।
গজারিয়া নিউজ
Leave a Reply