সড়ক অবরোধ: বাস-মাইক্রোবাস সংঘর্ষে আহত ৭

সুমিত সরকার সুমন: ঢাকা-মাওয়া মহাসড়কে শ্রীনগরের মাশুরগাঁও এলাকায় আজ শনিবার বেলা সোয়া ১১ টায় ইলিশ পরিবহনের বাসের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে ৭ জন আহত হয়েছে। এলাকাবাসী দের ঘন্টা সড়ক অবরোধ করে রেখেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাযায়, ইলিশ পরিবহনের একটি বাস ও একটি মাইক্রোবাস মাওয়া থেকে ঢাকা যাচ্ছিল। মাশুরগাও এলাকায় বেপরোয় গতিতে ইলিশ পরিবহন মাইক্রোবাসকে ওভারটেক করার সময় ধাক্কা লেগে মাইক্রে খাদে পড়ে গিয়ে ৭ জন আহত হয়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়।

ইলিশ পরিবহনটি ঢাকার দিকে পালিয়ে যায়। এরপর এলাকাবাসী রাস্তায় গতিরোধক নির্মানের দাবীতে অবরোধ করে। পরে শ্রীনগর সার্কেল এএসপি সামসুজ্জামান ঘটনাস্থল গিয়ে আশ্বাস দিলে দের ঘন্টাপর এলাকাবাসী অবরোধ তুলে নেয়।

হাসাড়া হাইওয়ে পুলিশ ফারির সার্জেন্ট হাসান জানান, ইলিশ পরিবহনের ধাক্কায় মাইক্রো খাদে পড়ে যায়। কয়েকজন আহত আছে তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। রাস্তা স্বাভাবিক করার ব্যবস্থা করা হচ্ছে।

বিডিলাইভ

Leave a Reply