পদ্মা সেতু প্রকল্পে বিদেশিদের নিরাপত্তা অটুট থাকবে

পদ্মা সেতু নির্মাণ প্রকল্প এলাকায় কর্মরত বিদেশি কর্মকর্তা ও শ্রমিকদের নিরাপত্তার কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (৪ অক্টোবর) দুপুরে প্রকল্প এলাকায় কর্মরত বিদেশি কর্মকর্তা ও শ্রমিকদের নিরাপত্তা বিষয়ে আলোচনা কালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণ প্রকল্প এলাকায় বিদেশি নাগরিকদের নিরাপত্তা আগে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের, পদ্মা সেতুর নিবার্হী প্রকৌশলী (পুনর্বাসন) তোফাজ্জল হোসেন, চায়না মেজর ব্রিজের প্রকল্প ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মি. লিও, সিনোহাইড্রোর চিফ সিকিউরিটি অফিসার মি. কিনকুম, সহকারী পুলিশ সুপার সামসুজ্জামান প্রমুখ।

বাংলানিউজটোয়েন্টিফোর

Leave a Reply