সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর চাষী গ্রামে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় মিজান খা(৩০) নামে এক লম্পটকে হাতেনাতে আটক করার পর উত্তম মাধ্যম দিয়েছে জনতা। সোমবার দিবাগত গভির রাতে অভযিুক্ত লম্পট মিজান খাঁ কুমারিয়া গ্রামের মৃত বাচ্চু খাঁর ছেলে।
এলাকাবাসী জানান, লম্পট মিজান খা চর চাষী গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে প্রলোভন দেখিয়ে অনৈতিক সর্ম্পক গড়ে তোলে। বিষয়টি বেশ কয়েকবার এলাকাবাসীর চোখে পড়ে। তবে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চর চাষী গ্রামের উক্ত গৃহবধূর শশুর বাড়িতে অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় লম্পট মিজানকে হাতেনাতে আটক করে এলাকাবাসী। আটকের পর উত্তজেতি জনতা তাকে উত্তম মাধ্যম দিয়ে চর চাষী সরকারি প্রাথমকি বিদ্যালয়ের মাঠে বেধে রাখে।
বিডিলাইভ
Leave a Reply