মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ৭০ জন কৃষকদের মাঝে এক কোটি টাকার প্রকাশ্যে ঋণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এতে সর্বচ্ছ ১ লক্ষ ৮০ হাজার ও সর্বনিন্ম ৫০ হাজার টাকা হারে বিভিন্ন ধরনের কৃষি কাজের জন্য ৭০ জন কৃষককে দেয় হয়েছে এই ঋণ সুবিদা। সোমবার দুপুরে শ্রীনগর উপজেলার অডিটরিয়াম মিলনায়তনে প্রকাশ্যে বিতরণ করা হয় এই ঋণ। উপজেলার শ্রীনগর, হাসাড়া, ষোলঘর ও রাঢ়ীখালের ৪টি শাখা থেকে দেয়া হয়েছে ঋণ সুবিদা।
এতে প্রধান অতিথির হিসাবে উপস্থিত থেকে কৃষকদের হাতে ঋণ এর নগত অর্থ তুলেদেন স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জণ ঘোষ। জেলা কৃষি ব্যাংক মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এস এম এ খালেক এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক এর মহাব্যবস্থাপক পীযুষ চন্দ্র ভাওয়াল, ঢাকা-বিভাগের মহাব্যবস্থাপক ডঃ মোঃ লিয়াকত হোসেন মোড়ল সহ জেলা ও উপজেলার বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।
অনির্বান নিউজ
Leave a Reply