মুন্সীগঞ্জের মুক্তারপুরে কোরবানীর পশুর হাটের বর্জ্য এখনও পরিস্কার হয়নি। দুর্গন্ধ ছড়িয়ে পরছে চারিদিকে। বিশেষ করে হাটের পার্শ্ববর্তী পঞ্চসার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিদ্যালয়টির প্রায় এক হাজার শিক্ষার্থী রয়েছে। স্কুল ঘেষেই এই গরুর হাট। এছাড়া টঙ্গীবাড়ি-মুক্তারপুর-ঢাকা সড়ক ঘেষে এই মাঠ। ঈদ শেষ হয়েছে ১১ দিন আগে। কিন্তু এখনও স্বাভাবিকতা ফিরেনি।
হাটটি পরিচালানা করেন মিজান মেম্বার ও আয়াত আলী। হাটের ইজারাদার ছিলে মহিউদ্দিন আহম্মেদ। তাদের সাথে যোগাযোগ করেও কথা বলা সম্ভব হয়নি। বিদ্যালয়টির শিক্ষার্থীরা জানান, বন্ধের পর স্কুলে এসেই এই দুগর্ন্ধে ক্লাস করতে হচ্ছে। সদর উপজেলার ইউএনও সারাবান তাহুরা জানান, এব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া নেয়া হবে।
জনকন্ঠ
Leave a Reply