মুন্সীগঞ্জে দ্বিতল ভবনের ছাদ থেকে পড়ে সিজান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে মিরকাদিম পৌরসভার নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিজান নগর গ্রামের নূর মোহাম্মদ মিয়ার ছেলে। সে স্থানীয় একটি স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় ছাদে খেলা করার সময় হঠাৎ করে সিজান নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলানিউজটোয়েন্টিফোর
Leave a Reply