শ্রীনগরে ইলিশ ধরায় তিন জেলের অর্থদণ্ড

নিষেধাজ্ঞার মধ্যে মা ইলিশ ধরায় মুন্সিগঞ্জের শ্রীনগরে পদ্মা নদী থেকে তিন জেলেকে আটকের পর তাদের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার রাতে বাঘ্রা বাজারের কাছে নদীতে ওই অভিযানে দুই হাজার মিটার কারেন্ট জাল ও ৭০ কেজি ইলিশ জব্দ করা হয় বলে র‌্যাব-১১, সিপিসি-১ মুন্সিগঞ্জ ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি মো. মাসুদ আনোয়ার জানিয়েছেন।

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা শারমিনের নেতৃত্বে রাতে নদীতে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক এবং জাল ও ইলিশ জব্দ করা হয়।

“পরে তিন জেলেকে দশ হাজার টাকা করে জরিমানা করে ইলিশ না ধরার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।”

কারেন্ট জালগুলো ধ্বংস এবং ইলিশগুলো স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে বলে জানান এএসপি মাসুদ।

ইলিশ রক্ষায় ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত আশ্বিনী পূর্ণিমার দিন,পূর্ণিমার আগের তিন দিন এবং পরের ১১ দিন ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করেছে সরকার।

বিডিনিউজ

Leave a Reply