শ্রীনগর বিএনপির নেতৃত্বে আসছেন কারা?

আরিফ হোসেন: শ্রীনগর উপজেলা বিএনপির সম্মেলনকে সামনে রেখে একাধিক ধারায় বিভক্ত নেতা কর্মীদের মধ্যে কারা আসছেন নেতৃত্বে-এ প্রশ্ন এখন সর্বত্র। এনিয়ে নেতা কর্মীদের মধ্যে শুরু হয়েছে দৌড় ঝাপ। সম্মেলনকে ঘিরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের সম্ভাব্য প্রার্থীরা উপজেলার ১৪ টি ইউনিয়ন ঘুরে শুভেচ্ছা বিনিময় করে চলেছেন। একেক প্রার্থীর পক্ষে তৃন মূল নেতা কর্মীরা পোষ্টার ব্যানার ফেষ্টুন দিয়েও শুভেচ্ছা জানাচ্ছেন। জোড় লবিং চলছে উপর মহলেও। সম্মেলনের দায়িত্ব প্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের গুলশানের বাসায় ঘন ঘন যাতায়াত করছেন প্রার্থীরা।

সম্মেলনকে সামনে রেখে আগমন ঘটেছে অনেক বসন্তের কোকিলেরও। এক সময়ে উপজেলা ছাত্রদল ও যুবদলের সক্রিয় নেতা ছিলেন কিন্তু গত এক দশকে শ্রীনগর বিএনপির রাজনীতিতে তাদের কোন রকম অবদান নেই এমন বসন্তের কোকিলদের দৌড় ঝাপে তৃণমূল নেতাদের অনেকেই ত্যক্ত বিরক্ত। তার পরও তারা তৃণমূলের দাবীর তোয়াক্কা না করে মুখে মুখে দিনে রাতে এক একজনকে পদায়ন করে চলেছেন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতা বলেন, তাদের কোন আন্দোলন সংগ্রাম, হামলা-মামলায় পাওয়া না গেলেও এখন উড়ে এসে জুড়ে বসতে চাইছেন। যেন তারাই নীতি নির্ধারক। সম্মেলন নিয়ে পাড়া মহল্লার চায়ের দোকন গুলোতে উঠছে আলোচনার ঝড়। আওয়ামী লীগও নজর রাখছে কারা আসছে উপজেলা বিএনপির নেতৃত্বে।

সম্মেলনে নতুন কমিটি গঠন নিয়ে তৎপরতা শুরুর পর থেকে উপজেলা বিএনপির সভাপতি পদে বর্তমান কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মমিন আলী ও সিনিয়র সহ-সভাপতি মো: শহিদুল ইসলামের নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদকের দৌড়ে রয়েছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মো ঃ দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সেলিম হোসেন খান, কেন্দ্রীয় যুবদল নেতা তাজুল ইসলাম, বিএনপির যুগ্ন সম্পাদক আবুল কালাম কানন ও বিএনপি নেতা আশরাফ হোসেন মিলন। সাংগঠনিক পদে আসতে পারেন যে কেউ।

বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বিচৌধুরী ও তার ছেলে মাহি বিচৌধুরীর হাত ধরে উপজেল বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আসেন মমীন আলী ও দেলোয়ার হোসেন। এক সময় রাজনীতির বাইরে মমীন আলী বিচৌধুরীর কথিত ছেলে হিসাবে পরিচিতি পান। তবে বিচৌধুরী ও মাহী চৌধুরী বিএনপি ছেড়ে গেলেও মমীন আলী ও দেলোয়ার হোসেনের কেউই দল ছেড়ে যাননি। অভিবাবক শূন্য উপজেলা বিএনপির হাল ধরেন এরা। মমীন আলী উপনির্বাচরে বিএনপির প্রার্থী হিসাবে মাহী বিচৌধুরীর বিরুদ্ধে প্রতিদ্বন্দীতাও করেন। সংকটের মূহুর্তে দলকে আগলে রাখার কারনে উপজেলার ১৪ টি ইউনিয়নের দলীয় নেতাদের কাছে তাদের গ্রহন যোগ্যতাও রয়েছে ব্যপক। এক দশকের বেশী সময় ধরে তারা উপজেলা বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। এ কারনে তাদের পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনা রয়েছে। পাশাপাশি নতুন নৃতেত্বে যারা আসতে চাইছেন সংকটের মূহুর্তে দলীয় স্বার্থে তাদের অবস্থানেরও আলোচনা-সমালোচনা হচ্ছে।

গত উপজেলা নির্বাচনে মমীন আলী প্রথমে নির্লিপ্ত থাকায় প্রার্থী হিসাবে এগিয়ে আসেন সহ সভাপতি শহিদুল ইসলাম। মমীন আলী ও শহিদুল ইসলামের মধ্য ভালো সম্পর্ক থাকলেও মমীন আলীর শেষ মুহুর্তের সিদ্ধান্তের কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। মমীন আলী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তার সাথে দলীয় নেতা কর্মীদের দূরত্ব বেড়ে যাওয়ারও অভিযোগ রয়েছে। অনেকে তার বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে সখ্যতা করারও অভিযোগ করেন। এবিষয়ে মমীন আলীর বক্তব্য হলো আওয়ামী লীগ সরকারী দল হওয়ায় অনেক প্রশাসনিক কাজে উপজেলা চেয়ারম্যান হিসাবে তাদের সাথে তাকে যুক্ত হতে হয়। যা দলীয় কাজে কোন প্রভাব ফেলে না।

মমীন আলী ও দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সেচ্ছা চারিতার অভিযোগ আনেন বিরোধী শিবির। উদাহরণ হিসাবে তারা উপজেলা যুবদলের সভাপতির পদ থেকে আবুল কালাম কানন কে বাদ দিয়ে পকেট কমিটি গঠন ও ছাত্র দলের সভাপতি-সাধারণ সম্পাদক কাজল-মামুনের সাথে তাদের বনিবনা না হওয়ায় অছাত্রদের দিয়ে পাল্টা কমিটি তৈরি করে বিরোধ তৈরি করান। যা অনেক অপ্রীতিকর ঘটনার জন্ম দিয়েছে। গত বছর নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবীতে চলমান আন্দোলনে সরকার দলের সাথে লিয়াজো করে মাত্র একটি বিক্ষোভ মিছিল ছাড়া আর কোন প্রতিবাদ কর্মসূচী ছিলনা বলে বর্তমান কমিটির বিরুদ্ধে অভিযোগ। এক্ষেত্রে দীর্ঘদিন একই কমিটিতে থাকলেও শহিদুল ইসলামের কাজের কোন সমালোচনা শোনা যাচ্ছেনা। তৃণমূল মনে করছে তিনি সামনে থেকে নেতৃত্বে ছিলেননা বলেই তার সমালোচনা নেই।

তবে কমিটির বাইরে থেকে যারা বিএনপির রাজনীতি করেছেন তারাও কোন প্রতিবাদ সংগ্রামের সাথে সম্পৃক্ত ছিলেন না। দু পক্ষই নিজেদের গা বাচিঁয়ে মিডিয়া নির্ভর আন্দোলনের পথ বেছে নেয়। তৃনমূলের অনেক নেতা কর্মী র অভিযোগ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আন্দোলনের সময় সরকার দলীয় লোকজনের সাথে লিয়াজো করে মামলা হামলা থেকে দূরে থেকেছেন। পক্ষান্তরে আবুল কালাম কাননকেও যুব দলের পদ বঞ্চিত হওয়ার পর দলীয় কোন লক্ষনীয় কর্মকান্ডের সাথে দেখা যায়নি । উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম হোসেন খানের বিরুদ্ধে অভিযোগ তার সাথে নির্দিষ্ট কিছু নেতা কর্মী ছাড়া দলীয় লোকজনের সাথে তেমন সম্পৃক্ততা নেই।

তিন ধারায় বিভক্ত উপজেলা বিএনপির মমীন আলী- দেলোয়ার গ্রুপ নবম সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনের পক্ষে পুরো নির্বাচন পরিচালনা করলেও ২০১৩ সালের নভেম্বর মাসে শাহ মোয়াজ্জেম হোসেন যুবদলের কার্যালয়ে হামলার প্রতিবাদ সমাবেশ করতে শ্রীনগর বাাজারে আসলে মমীন আলী – দেলোয়ার গ্রুপের লোকজন মিজানুর রহমান সিনহা ও সরাফত আলী সপুর সাথে সখ্যতা করে শাহ মোয়াজ্জেমকে নির্ধারিত স্থানে সমাবেশ করতে না দিয়ে তাকে অবাঞ্চিত ঘোষনা করে স্লোগান দেয়। পরে সে সমাবেশ স্থলের কাছেই পথ সভা করে ফিরে আসেন। একারনে এবছর কমিটি গঠনে দায়িত্ব প্রাপ্ত শাহ মোয়াজ্জেম হোসেনের বিরাগ ভাজন মমীন আলী- দেলোয়ারের কপাল পুড়তে যাচ্ছে বলে অনেকের ধারণা। তবে অপর একটি সূত্র জানায়, তারা এটা বুঝতে পেরেই বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের সাথে জোড় লবিং চালিয়ে যাচ্ছেন।

শাহ মোয়াজ্জেম হোসেন নতুন কমিটির তালিকা চুড়ান্ত করেছেন বলে কয়েকদিন ধরে শ্রীনগরের বাতাসে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে। তাতে শহিদুল ইসলামকে সভাপতি ও আবুল কালাম কাননকে সাধারণ সম্পাদক করার কথা বলা হলেও বাস্তবে এর কোন সত্যতা পাওয়া যাচ্ছেনা। সাধারণ সম্পাদক পদে তৃনমূলের অনেকে দেলোয়ার হোসেন ও আবুল কালাম কাননের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুল এ পদে শিক্ষিত কোন প্রার্থীর পদায়ন দাবী করেন। তবে অপর অংশ দেলোয়ার হোসেনকে সাংগঠনিক যোগ্যতার ভিত্তিতে এগিয়ে রাখেন। সাধারণ সম্পাদকের পদ নিয়ে তিনটি গ্রুপেই জোড়ালো মত বিরোধ দেখা দেওয়ায় এনিয়ে সংকট দেখা দিয়েছে। একটি নির্ভরযোগ্য সূত্রের দাবী, একারণে মমীন আলীকে সভাপতি রেখে শহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হতে পারে।

Leave a Reply