কমিশনার খোরশেদ আলম মোল্লা : শোক সংবাদ

বিশিষ্ট সমাজসেবক ও মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক তিন নম্বর ওয়ার্ড কমিশনার খোরশেদ আলম মোল্লা (৫৫) আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না……রাজিউন)। তিনি হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে গতকাল সকালে অসুস্থ হয়ে পড়লে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পর সকাল সাড়ে ১০টার দিকে মৃত্যুবরণ করেন।

তিনি শহরের উত্তর ইসলামপুর জামে মসজিদ কমিটির সিনিয়র সহ-সভাপতি ও একই এলাকার মাদরাসার কার্যকরী কমিটির সদস্য ছিলেন। তিনি দৈনিক দিনকালের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মো. গোলজার হোসেনের শ্বশুর। মৃত্যুকালে খোরশেদ আলম মোল্লা স্ত্রী, ৮ মেয়ে ও ১ ছেলেসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বাদ আসর উত্তর ইসলামপুর মাদরাসা মাঠে জানাযা ও স্থানীয় করবস্থানে তাকে দাফন করা হয়েছে।

মানবজমিন

Leave a Reply