”কন্যা শিশুর নিরাপদ পরিবেশ সমৃদ্ব করবে আগামীর বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিরাজদিখানে পালিত হয়েছে কন্যা শিশু দিবস। এ উপলক্ষে সিরাজদিখান মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে সকালে এক র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক আফরোজা সুমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট এ কে এম আবুল কাসেম, সহকারী কমিশনার (ভূমি) শাহিনা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা রাফিয়া ইকবাল প্রমুখ।
বাংলাপোষ্ট
Leave a Reply