আসছে চাষীর শেষ ছবি!

চাষী নজরুল ইসলাম নেই। কিন্তু তার সৃষ্টিকর্ম আবার তাকে ফিরিয়ে আনছে রূপালি পর্দায়। মৃত্যুর আগে দুটি ছবির কাজ শুরু করেছিলেন এই বরেণ্য। আগামী ৬ নভেম্বর মুক্তি পাচ্ছে প্রয়াত এ চলচ্চিত্রকারের শেষ এ দুটি ছবির একটি ‘অন্তরঙ্গ’! দুটিরই সামান্য কিছু কাজ বাকি ছিল। এ কাজগুলো শেষ করেছেন তার দীর্ঘদিনের সহকারী তারেক শিকদার।

‘অন্তরঙ্গ’ ছবির প্রযোজনা করেছে ছবিটির অভিনেত্রী আলিশা প্রধানের ব্যবসাপ্রতিষ্ঠান কার্নিভাল মোশন পিকচার্স। আলিশা বিপরীতে এতে অভিনয় করেছেন ইমন। এছাড়াও আছেন দিতি, অরুণা বিশ্বাসসহ অনেকে।

আলিশা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছবিটি বেশ কিছুদিন আগে সেন্সর পেয়েছে। এর আগে কোরবানির ঈদ উপলক্ষে মুক্তির কথা ভাবা হলেও এটি পিছিয়ে নতুন এই তারিখ ঠিক করা হয়েছে। আর আগামী ১৫ অক্টোবর ছবিটির প্রিমিয়ার শো আয়োজন করা হয়েছে।’

ইমন বললেন, ‘এটি স্যারের (চাষী নজরুল ইসলাম) শেষ ছবিগুলোর একটি। কাজের ম্যধমে তাকে আমরা সম্মান জানাতে চাই। তিনি বেঁচে থাকবেন তার সৃষ্টিতে।’

চাষী নজরুল ইসলাম পরিচালিত অপর ছবি ‘ভুল যদি হয়’র কাজও এরইমধ্যে শেষ হয়েছে বলে জানান আলিশা ও ইমন। এ ছবিতে আছেন আলিশা, ইমন ও সম্রাট।

বাংলা ট্রিবিউন

Leave a Reply