মুন্সীগঞ্জে ১২০ পিছ ইয়াবাসহ আটক ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর ফরাজীবাড়ী ঘাট এলাকা থেকে ১২০পিছ ইয়াবাসহ মিলন দেওয়ান(২৫) নামে একজনকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার সকাল ১১টার দিকে ওই এলাকার হাসেম ফরাজির ভাড়াটিয়ারঘর থেকে তাকে আটক করে। পরে দুপুর ২টার দিকে আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়।

জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর পরিদর্শক মোঃ আবুজাফর জানান, সোমবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ইসলামপুর ফরাজীবাড়ী ঘাট এলাকার হাসেম ফরাজির ভাড়াটিয়ার ঘরে তল্লাসি চালানো হয়। তল্লাসিকালে ঘর থেকে ১২০ পিছ ইয়াবাসহ মিলন দেওয়ান নামের একজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে পরে দুপুরে আটককৃতকে সদর থানায় হস্তান্তর করা হয়।

জাগো নিউজ

Leave a Reply