মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আফজাল হোসেন বাবুর উপরে সন্ত্রাসী হামলা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে শহরের কাটাখালি কহিনুর হিমাগার এর সামনে এঘটনা ঘটে।
জানাগেছে.চরকেওয়ার ইউনিয়নের গুহেরকান্দি গ্রামের স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেন মোল্লার সাথে একই গ্রামের হৃদয় মোল্লার সাথে ব্যবসায়ীক লেনদেন নিয়ে ঝামেলা চলছিলো। সকালে আহত যুবলীগ নেতা আফজল হোসেন ব্যবসায়ী হৃদয়ের পক্ষে কথা বলায় আনোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে ৩/৪ জন মিলে অর্তকিত হামলা চালীয়ে ব্যাপক মারধর করে। পরে আহত অবস্থায় স্থানীয়রা আফজালকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে । এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
যুবলীগ নেতাকে মারধরের বিষয়টি স্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই মোমেন ভূইয়া বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের আইনের আওয়াতায় আনার চেষ্টা অব্যহত রয়েছে।
বিক্রমপুর চিত্র
Leave a Reply