মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নে ৩০ লিটার দেশীয় মদসহ একজনকে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ।
আজ শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মো. জুলহাস শেখকে দেশীয় মদসহ আটক করে। তার অপর সহযোগী পলাতক রয়েছে।
আটকৃত জুলহাস শেখ সদর আলীর ছেলে এবং জৈনসার ইউনিয়নের বাসিন্দা।
সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম ঢাকাটাইমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে জুলহাস শেখকে ৩০ লিটার বাংলা মদসহ আটক করে। তার অপর সহযোগী পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
ঢাকাটাইমস
Leave a Reply