শ্রমিকলীগের পরিচিতি সভা ও কার্যালয় উদ্বোধন

মোঃ হোসনে হাসানুল কবির: মুন্সীগঞ্জ সদর থানার পঞ্চসার ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পরিচিতি সভা ও কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় সময় পশ্চিম মুক্তারপুর ব্রিজের পাশে এ পরিচিতি সভার আয়োজন করে জাতীয় শ্রমিকলীগ পঞ্চসার ইউনিয়ন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ।

মুন্সীগঞ্জ সদর থানার থানার আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহিম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাড, আব্দুল মতিন, এ টি এম দেলোয়ার হোসেন সভাপতি জাতীয় শ্রমিকলীগ মুন্সীগঞ্জ জেলা, ফয়সাল মৃধা সভাপতি জেলা ছাত্রলীগ, সদর থানার ছাত্রলীগের সভাপতি মো: সুরুজ মিয়া, শহর আওয়ামীলীগের সভাপতি নছিবুল ইসলাম নোবেল, সাধারন সম্পাদক সাজ্জাত হোসেন সাগর, কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: আলমগীর হোসেন, পঞ্চসার ইউনিয়নের শ্রমিকলীগের সভাপতি সালমান খান, সাধারন সম্পাদক বাদল মোল্লা, মুন্সীগঞ্জ জেলা সিএজি অটোরিক্রা শ্রমিকলীগের সাধারন সম্পাদক মো: আবুল কালামসহ যুবলীগ, শ্রমিকলীগ ও বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিক্রমপুর চিত্র

Leave a Reply