আরিফ হোসেন: সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে চায় শ্রীনগর উপজেলা বিএনপি। গতকাল শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মমিন আলীর গ্রামের বাড়ী উত্তর কোলাপাড়ায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এ দাবী জানান। উপজেলা বিএনপির এ সমাবেশ চলাকালীন সময়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ সাহিদুর রহমানের নেতৃত্বে শ্রীনগর থানা পুলিশ উপস্থিত হয়ে সমাবেশের জন্য নির্দিষ্ট সময় বেধে দেয়।
এসময় আলহাজ্ব মমিন আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তারা কেন্দ্র নির্দেশিত সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপির নেতৃত্ব নির্বাচন দাবী করে বলেন, উপড় থেকে চাপিয়ে দেওয়া কোন পকেট কমিটি শ্রীনগর উপজেলা বিএনপি মেনে নেবেনা। পকেট কমিটি হলে তা সম্মেলিত ভাবে প্রতিহত করা হবে বলে উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মীরা ঘোষনা দেন।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা জিএম মোস্তাফিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আজিজুল হক লেবু কাজী, ডা: এম,এ হাকিম, মো: দেলোয়ার হোসেন, লিয়াকত খান, একুল খান, মুহম্মদ জাহাঙ্গীর খান, জয়নাল আবেদীন মৃধা জেমস, মতিউর রহমান মতিন প্রমুখ। সমাবেশে বাধা দেওয়া প্রসঙ্গে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ সাহিদুর রহমান বলেন, সমাবেশ স্থলে পুলিশের উপস্থিতি দেখে বিএনপি নেতা কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
Leave a Reply