এতিমদের নিয়ে শেখ রাসেলের জন্মদিন পালন

জেলায় এতিমদের সঙ্গে শেখ রাসেলের জন্মদিন উদযাপন করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। জেলার শ্রীনগর উপজেলার ভাগ্যকুল সরকারি শিশু সদনের এতিম শিশুদের নিয়ে রবিবার দুপুর ১২টায় বণার্ঢ্যভাবে পালন করা হয় শেখ রাসেলের জন্মদিন। এ সময় এতিম শিশুদের নিয়ে কেক কাটা, মিষ্টি বিতরণ ও বিশেষ দোয়া করা হয়। প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা শারমিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল-মামুন, সাধারণ সম্পাদক হাজী নেসার উল্লা সুজনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

দ্য রিপোর্ট

Leave a Reply