দূর্গাপূজা উপলক্ষে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ

সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জে সার্বজনীন দূর্গাপূজা উপলক্ষ্যে দরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। শহরের বাগমামুদালি পাড়া, সার্বজনীন দূর্গাপূজা পুজা কমিটি এর আয়োজন করে। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে রাধা-গোবিন্দের মন্দির প্রাঙ্গণে প্রায় দেড় শতাধিক নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে বস্ত্র বিতরণ করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আ’লীগের উপ-দপ্তর সম্পাদক এড. মৃণাল কান্তি দাস। পূজা উদযাপন কমিটি সভাপতি রঞ্জন সাহার সভাপতিত্বে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সাহা, মন্দির কমিটির সভাপতি দুলাল মন্ডল, পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিল মশিউর রহমান ববি, ১, ২ ও ৩ ওয়ার্ডের মহিলা কাউন্সিল নারগিস আক্তার, শহর ব্যাবসায়ী সমিতির সভাপতি অরিফুল ইসলাম, সাবেক ছাত্রলীগ সভাপতি গোলাম মাওলা তপন, যুবলীগ নেতা মিথুন, দোলন, পারভেজ, ফরিদ প্রমুখ।

বিডিলাইভ

Leave a Reply