শিক্ষকের বেত্রাঘাতে জ্ঞান হারাল ছাত্র!

সিরাজদিখানে শিক্ষকের বেত্রাঘাতে ইমন হোসেন নামে এক ছাত্র জ্ঞান হারিয়েছে। সে রাজানগর-সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়ে। এ ঘটনায় ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী সহপাঠিরা জানান, সোমবার সকাল ১০টার দিকে ইংরেজী ক্লাস নিচ্ছিলেন শ্রেণীশিক্ষক আতিকুল ইসলাম। এ সময় পাশের ক্লাস থেকে শিক্ষক তাপস বর্মণ এসে ইমনকে বেত্রাঘাত শুরু করেন। ইমন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তাকে রাজানগর বাজারে একটি ফার্মেসিতে নিয়ে যাওয়া হয়।

সেখানে স্যালাইন দেবার পর জ্ঞান ফিরে। নাম প্রকাশে অনিচ্ছুক ইমনের এক সহপাঠী জানান, ইমন পিটি ক্লাস ফাঁকি দেয়ায় ওই শিক্ষক তার প্রতি ক্ষিপ্ত হয়েই ইমনকে বেত্রাঘাত করে। প্রধান শিক্ষক আব্দুল খালেক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইমনকে তেমন বেত্রাঘাত করা হয়নি। কিন্তু ওর প্রেসার কিছুটা লো থাকায় সে জ্ঞান হারিয়ে ফেলে।

জনকন্ঠ

Leave a Reply