বৌ-ভাত অনুষ্ঠানে হামলা: আহত ৫জন

এম এইচ জুয়েল দেওয়ান: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পুরাণ বাউশিয়া গ্রামের নীল কুঠি মহল্লায় গতকাল শনিবার দুপুরে বৌ-ভাত অনুষ্ঠানে হামলা,লুটপাট ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ সময় ত্রিশ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে তিন লাখ টাকা লুটে নেয়াসহ বর সোহেল ও বৌ-ভাত অনুষ্ঠানে পাচঁ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

গজারিয়া থানার এস আই মো: নাছিরউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পুরাণবাউশিয়া নীলকুঠি মহল্লার সহোদর আতাউর রহমান ও মোতালেব বেপারীর মধ্যে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বৌ-ভাত অনুষ্ঠানে হামলা,লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।

আতাউর রহমান মাষ্টারের নিজ বাড়িতে সৌদি আরব ফেরত পুত্র সিদ্দিকুর রহমান সোহেলের বৌ-ভাত অনুষ্ঠানে চাচা মোতালেব বেপারী জমি সংক্রান্ত বিষয় নিয়ে তর্কের এক পর্যায়ে মোতালেব দলবল নিয়ে হামলা চালায়। এ সময় বর সিদ্দিকুর রহমান সোহেল,তার বাবা আতাউর রহমান অতিথি ঝুমুর বেগম,শরীফ সরকার ও আনিসুর রহমান আহত হয়। গুরুতর আহত সিদ্দিকুর রহমান সোহেলকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

গজারিয়া নিউজ

Leave a Reply