অভিনব প্রতারণার ফাঁদে গজারিয়ার এক গৃহবধূ

কৌশলে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের আশ্রাফদী গ্রামের জিয়াসমিন বেগম(৩৫)নামে গৃহবধূর মোবাইলে আজ দুপুর ১২টার সময় একটি অপরিচিত গ্রামীনফোন নাম্বার থেকে কল আসে। কল রিসিভ করার পর শীতল কণ্ঠে এক ব্যক্তি নিজেকে গ্রামীনফোন কোম্পানির কর্মকর্তা হিসেব পরিচয় দিয়ে জানান, আপনি লটারিতে বিজয়ী হয়েছেন পুরস্কার হিসেবে আপনি ২১ লক্ষ ৭৫ হাজার টাকা পাবেন তবে ভ্যাট হিসেবে আপনাকে ২৯হাজার ১শত ৪০ টাকা পাঠাতে হবে। টাকা পাঠানোর পর জন্য তারা একটি বিকাশ নাম্বার দেয়।

জিয়াসমিন টাকা পাঠানোর পর থেকে নাম্বারগুলো বন্ধ রয়েছে। দীর্ঘক্ষণ নাম্বারগুলো বন্ধ থাকায় জিয়াসমিন বিষয়টি পুলিশকে জানান এবং নিজে বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ এটাকে ডিজিটাল প্রতারণার বলে বলে অভিহিত করেন এবং মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে প্রতারক চক্রকে ধরার চেষ্টা চলছে বলে জানান।

গজারিয়া নিউজ

Leave a Reply