পাল্টাপাল্টি কমিটি গঠন: গজারিয়া বিএনপির পৃথক দ্বি-বার্ষিক সম্মেলনে

সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বিএনপি’র পৃথক দ্বি-বার্ষিক সম্মেলন ও পাল্টাপাল্টি থানা কমিটি গঠন করেছে বিবাদমান দুইপক্ষ। গতকাল বিকাল ৪টায় ভবেরচরের লক্ষীপুর এলাকার অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন এর নিজ কার্যালয়ে এবং গজারিয়া উপজেলার রসুলপুরের আইডিয়াল একাডেমীতে আলাদা আলাদা সম্মেলন ও কমিটি গঠন করা হয়।

স্থানীয় ও দলীয় সুত্রে জানাযায়, বিকাল চারটায় উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন এর নিজ কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আসলামুজ যোহা চৌধুরী (তপন) এর সভাপতিত্বে দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে ৭১ সদস্য বিশিষ্ট থানা কমিটি গঠন করা হয়। অধ্যাপক একেএম গিয়াস উদ্দিনকে সভাপতিত্ব করে, সিরাজুল ইসলাম পিন্টু কে সাধারণ সম্পাদক এবং আ: মাজেদ মেম্ববারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। উক্ত সম্মেলনে উপজেলা বিএনপির ত্যাগী ও সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দলের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অপরদিকে দুপুর আড়াইটায গজারিয়া উপজেলার রসুলপুরের আইডিয়াল একাডেমীতে আহসান উল্লাহ্’র সভাপতিত্বে সম্মেলনে সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ সিদ্দিক উল্লাহ্ ফরিদকে সভাপতি ও মো: ইসহাক আলীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১০১ সদ্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

মুন্সীগঞ্জে বিএনপি নেতাদের একক আদিপত্ত বিস্তার এবং নতুন নেতৃত্বের সুযোগ না দেওয়ার কারণে এমন দুটি কমিটি হয়েছে বলে জানিয়েছেন তৃনমূল নেতাকর্মীরা। তাছাড়া বিভিন্ন উপজেলায় পকেট কমিটির মাধ্যমে তৃণমূলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পুরাতন কমিটি নতুন রুপে বহাল রেখেছে দলটি।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল হাই। সম্মেলনের উদ্বোধন করেন আলী আসগর রিপন মল্লিক, সাধারণ সম্পাদক মুন্সীগঞ্জ জেলা বিএনপি, অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুহাঃ মুজিবুর রহমান, গ্রাম সরকার বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি, আ.ক.ম মুজাম্মেল হক, সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুবদল প্রমুখ।

বিডিলাইভ

Leave a Reply