বাংলাদেশ যুবলীগের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষীকী উপলক্ষে অাজ বিকেলে মুন্সিগঞ্জ জেলা শহরে র্যালি ও অালোচনা সভা করেছে মুন্সিগঞ্জ সদর-গজারিয়া অাসনের সাংসদ ও বাংলাদেশ অাওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক এডভোকেট মৃণাল কান্তি দাস সমর্থকরা।
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য অাবু বকর সিদ্দীক (মিথুন) এর নেতৃত্বে র্যালিটি মুন্সিগঞ্জ জেলা শহরের সুপারমার্কেট মুক্তিযোদ্ধা চত্বর থেকে বিকেল সাড়ে ৪টা’র দিকে শুরু হয়ে কাচারী চত্বর হয়ে একই স্থানে এসে মিলিত হয়। পরে সেখানে অালোচনা সভা শেষে কেক কাটা হয়।
অালোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক হামিদুল হক অাজম, শহর যুবলীগের সাধারণ সম্পাদক অানোয়ার হোসেন অানু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রসূল সিরাজী রোমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সরদার রুবেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অাল মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহমেদ পাভেল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অাই এইচ শান্তনুর, জেলা তরুণলীগের সভাপতি মিদুল দেওয়ান, সহ-সভাপতি অাদর দাস, পৌর কাউন্সিলর জাকির হোসেন, ছাত্রলীগ নেতা অাপন দাস প্রমুখ।
আমার বিক্রমপুর
Leave a Reply