ঢাকা-মাওয়া মহাসড়কে মাইক্রোবাস চাপায় নিহত ১

আরিফ হোসেন: ঢাকা-মাওয়া মহাসড়কে মাইক্রোবাস চাপায় ১ জন নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে শ্রীনগর উপজেলার হাসাাড়া বাসষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক মাইক্রোবাসটিকে আটক করেছে। পুলিশ জনায়, ঢাকা থেকে মাওয়া গামী মাইক্রোবাসটি পথচারী বিমল মুনি (৬০) কে চাপা দিলে সে ঘটনাস্থলেই প্রান হারায়। বিমল মুনির বাড়ি উপজেলার কয়কীর্ত্তণ গ্রামে। তার বাবার ননাম গোপাল মুনি।

Leave a Reply