মোহাম্মদ সেলিম: আসন্ন পৌর নির্বাচনকে ঘিরে মুন্সীগঞ্জে মেয়র প্রার্থীরা নড়ে চরে উঠেছে। তবে বিএনপি থেকে কে আসলে প্রার্থী হচ্ছেন সেই বিষয়ে কোন নড়াচড়া দেখা যাচ্ছে না।
মেয়র প্রার্থী হতে চান এমন কেউ পোস্টার কিংবা ফেস্টুনও লাগাচ্ছে না। এতে মুন্সীগঞ্জবাসী একটু হতবাক হচ্ছে। বিএনপির ভেতর কি শক্ত মেয়র প্রার্থীর সংকট দেখা দিয়েছে। নাকি নানা কারণে তারা মুখ খুলতে চাচ্ছে না।
গত পৌর নির্বাচনে এখানে মেয়রসহ ৬টি ওয়ার্ডে বিএনপির প্রার্থীরা জয়লাভ করেছে। মহিলা ওয়ার্ডেও বিএনপি ২টিতে জয়লাভ করে। তারপরেও আসন্ন পৌর নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের সরব হতে দেখা যাচ্ছে না। এটি আসলে কিসের আলামত।
মুন্সীগঞ্জে বিএনপি মেয়র পদে প্রার্থী সংকটে ভুগছেন বলে অনেকে মনে করছেন। বিএনপির হয়ে ভোট টানতে পারে এমন কোন প্রার্থী বিএনপির হাতে নেই বলে ভোটাররা মনে করছেন। এখানে মুলত বিএনপির ইমেজে দুর্বল ব্যক্তি বিগত দিনে মেয়র বিজয়ী হয়েছেন। ব্যক্তি ইমেজে বিএনপির কোন প্রার্থী জয়লাভের আশা নেই।
সেই ঘুরে ফিরে জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই কাছে ফিরে যেতে হয়। আব্দুল হাই রাজনীতিতে একজন অভিজ্ঞ ব্যক্তি। তার রাজনীতির কুটচালে পরাজিত হয় প্রতিপক্ষ। নির্বাচনের আগের রাতে আব্দুল হাই যে নির্বাচনী চাল চালেন তাতে তার দলের প্রার্থীরা জয়লাভ করে সহজেই।
বিরোধী দলীয় বিএনপি থেকেও মেয়র পদে এবার মাত্র ২জন প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা হচ্ছেন বর্তমান মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র ও শহর বিএনপির সভাপতি একেএম ইরাদত মানু। শহর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ। তবে শহিদই যে বিএনপির জোড়ালো প্রার্থী এরকম কোন আলামত এ রিপোর্ট লেখা পর্যমত্ম পাওয়া যায়নি। তাছাড়া তিনি প্রার্থী হতে চান এমন কোন প্রচারণা বাজারে নেই। এতে তিনি এ মুহূর্তে মাইনাস অবস্থানে রয়েছেন।
বিএনপি যদি বাড়ি থেকে ধরে এনে শহর বিএনপি’র সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র পদে নির্বাচন করতে মনোনয়ন দেয় তবে তিনি নির্বাচন করতে বিশেষভাবে আগ্রহী।
এই পরিস্থিতিতে বর্তমান মেয়র মানু বেশ আয়েশেই আছেন। তার এই পদে বিএনপি থেকে কোন প্রার্থী নেই। এ কারণে মানু চুপটি করে বসে আছেন। এবারের নির্বাচনে বিএনপি জাদরেল প্রার্থী সংকটে আবার ফিরে যেতে পারেন মানু ঘরে। নানা দিক বিবেচনা করলে দেখা যায় বিএনপি থেকে মনোনয়ন পাবে একেএম ইরাদত মানু।
বিক্রমপুর সংবাদ
Leave a Reply