মাওয়ায় ৬৫ কেজি জাটকা আটক

মঈনউদ্দিন সুমন: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় পদ্মা নদীতে করা অভিযানে ৬৫ কেজি জাটকা মাছ ও এক হাজার ৮০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। অভিযানে ১৫ জেলেকে আটক করা হয়েছে। বুধবার ভোররাত ৪টায় শ্রীনগর উপজেলার মৎস্য কর্মকর্তা এলিস ফারজানার নেতৃত্বে মাওয়া নৌ পুলিশ এ অভিযান চালায়।

লৌহজং উপজেলায় পদ্মা নদীতে আটক কারেন্ট জাল উদ্ধারের পর পুড়িয়ে দেয় প্রশাসন।

আজ বুধবার সকাল সাড়ে ৮টায় মাওয়া ১ নম্বর পুরাতন ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক হাজার ৮০০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে দেওয়া হয়। তিনজন জেলেকে ১২ হাজার টাকা জরিমানা ও বাকিদের ছেড়ে দেওয়া হয়। আটক করা জাটকা মাছগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) যতন মারমা। মাওয়া নৌ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন জানান, এটি শ্রীনগর উপজেলার মৎস্য কর্মকর্তা এলিস ফারজানা, মৎস্য অধিদপ্তর ও মাওয়া নৌ পুলিশের যৌথ অভিযান ছিল। পরে সকাল ৮টায় শ্রীনগরের ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক হাজার ৮০০ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় দুই জেলেকে পাঁচ হাজার ও এক জেলেকে দুই হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা আদায় করা হয়। পরে ১৫ জনের সবাইকে ছেড়ে দেওয়া হয়।

এনটিভি

Leave a Reply