স্কুলছাত্রী অপহরণের ২৪ দিন পর উদ্ধার গ্রেফতার ২

মো. হোসনে হাসানুল: জেলার সিরাজদিখানে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের ২৪ দিন পর ২ অপহরণকারীসহ অপহৃতা ছাত্রীকে উদ্ধার করেছে সিরাজদিখান থানা পুলিশ। সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অপহরণকারীরা হলেন- বাসাইল গ্রামের আলমগীরের স্ত্রী কহিনুর বেগম(৩৫) ও একই এলাকার মো. মানিক(৫০)।

জানা গেছে, জেলার সিরাজদিখান থানার বাসাইল গ্রামের দরিদ্র কৃষক আলী হোসেনের একমাত্র মেয়ে স্থানীয় রসুনিয়া হাই স্কুলের ১০ম শ্রেণির ছাত্রী শ্রাবনী আক্তার (১৫)কে গত ২৯ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে স্থানীয় মানিক, কহিনুর গংদের সহায়তায় অপহরণ করে নিয়ে যায় ঢাকার লালবাগের কেল্লা এলাকার জনৈক আব্দুল হকের ছেলে মামুন।

এ বিষয়ে শ্রাবনীর মা রোকসানা বেগম বাদী হয়ে মুন্সীগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতে অপহরণের মামলা দায়ের করেন।

পরে আদালত মামলাটি সরাসরি এফআইআর হিসেবে সিরাজদিখান থানায় পাঠালে থানার এসআই হানিফ সোমবার দুপুরে বাসাইল এলাকায় অভিযান চালিয়ে অপরিতা শ্রাবনীকে উদ্ধার করে। এ সময় অপহরনকারী মানিক ও কহিনুর বেগমকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।

সিরাজদিখান থানার এসআই আবু হানিফ ব্রেকিংনিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্রেকিংনিউজ

Leave a Reply