আড়াই মাসেও সন্ধান মেলেনি নিখোঁজ যুবকের

জেলার শ্রীনগর উপজেলার কামারগাঁও গ্রামের নিখোঁজ যুবক সোহাগ ফকিরের (২০) সন্ধান মেলেনি প্রায় আড়াই মাসেও। সে ওই গ্রামের শহিদুল ফকিরের।

একই উপজেলার বালাশুর বাজারে কাঠের দোকানে বাবাকে সহযোগিতা করত সোহাগ। গত ১৭ সেপ্টেম্বর একটি গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে নিজের মোটরবাইক (ঢাকা মেট্রো ল ২১-২২৬২) নিয়ে ৩ বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হয়।

সঙ্গীয় বন্ধুরা যার যার বাড়িতে ফিরে আসলেও আর বাড়ি ফেরা হয়নি সোহাগের। সেই থেকে নিজের মোটরবাইকসহ নিখোঁজ হয় সোহাগ।

এদিকে, শ্রীনগর থানা পুলিশের কাছে নিখোঁজ সোহাগের সন্ধান চেয়ে সঙ্গীয় বন্ধু বালাশুর গ্রামের অপু, সিয়াম ও সুমন শেখের বিরুদ্ধে পরিবারের পক্ষে অভিযোগপত্র জমা দিলেও পুলিশ হাত গুটিয়ে বসে থাকে।

এতে নিখোঁজ হওয়ার প্রায় ২ মাস পেরিয়ে যাওয়ার পর গত ৫ নভেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন যুবকের বাবা শহিদুল ফকির।

আদালত শ্রীনগর থানা পুলিশকে নিখোঁজ যুবককে উদ্ধারসহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেও পুলিশের ঘুম ভাঙ্গেনি এখনও।

এ প্রসঙ্গে শ্রীনগর থানার অফিসার্স ইনচার্জ সাহিদুল রহমানের গতকাল সোমবার দুপুরে মোবাইল ফোনে কথা হলে তিনি ব্যস্তার অজুহাতে বিষয়টি এড়িয়ে যান।

ঢাকাটাইমস

Leave a Reply