মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগে বিএনপির ছয় শতাধিক নেতা কর্মী আওয়ামী লীগের যোগদান করেছে। শনিবার সন্ধ্যা ৭টায় লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত এক আলোচনা সভার জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপির হাতে নৌকা প্রতিক তুলে দিয়ে আনুষ্ঠানিক যোগদান করে। যোগদানে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও এর অংসংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান তালুকদারের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফকির মোঃ আব্দুল হামিদ, উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, সাধারণ সম্পদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
জনকন্ঠ
Leave a Reply