সিরাজদিখানে অস্ত্র ও গুলিসহ ৪ যুবক আটক

মুন্সীগঞ্জের সিরাজদিখানের বাসাইল ইউনিয়নে বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ ৪ যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ৬টার দিকে বাসাইল বাজার থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো-বাসাইল গ্রামের বাবুল মাঝির ছেলে ৃকোরবান মাঝি (২৫), উত্তর রাঙাবালিয়া গ্রামের রমজান শেখের ছেলে রতন শেখ (৩২), বাসাইল গ্রামের মহিউদ্দিন চৌধুরীর ছেলে মো. স্বপন চৌধুরী (৩৩) ও নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার মুগ্রা গ্রামের মৃত লতিফ শেখের ছেলে মনির শেখ (৩৭)। বর্তমানে তাদের থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার বাসাইল বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ৩ যুবককে আটকের পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৪ রাউন্ড গুলি ও বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। ও আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকা- চালিয়ে আসছিল বলে জানান তিনি।

ঢাকাটাইমস

Leave a Reply